প্রকাশিত: Sun, Feb 26, 2023 8:25 AM আপডেট: Mon, Jan 26, 2026 3:26 PM
টেলিটক চেয়ারম্যানের ডেস্ক থেকে!
আবু হেনা মোরশেদ জামান: দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক বিপর্যয় হয়েছিল। বাজার অংশীদারিত্বের সিংহভাগ তাদের হওয়াতে অনেক গ্রাহক দেশজুড়ে ভুগেছেন। তবে এরকম কারিগরি সমস্যা হতেই পারে। তারা এটা দ্রুত সমাধান করেছেন, তাদের অভিনন্দন। তবে এসব কারণেই হয়তো আমরা অনেকেই একাধিক বা একাধিক অপারেটরদের সিম ব্যবহার করি। না হলে ১৭ কোটি লোকের দেশে ১৮ কোটি সিম হতো না। আমার অনুরোধ সেখানেই। আপনার দ্বিতীয় সিমটি টেলিটকের হোক না। অনেক নালিশ টেলিটকের বিরুদ্ধে। নেটওয়ার্ক থাকে না, সবখানে পাওয়া যায় না, সার্ভিস ভালো না? মেনে নিচ্ছি আপনার সব অভিযোগ। তো এরকম নালিশ অন্যান্য অপারেটরদের বিরুদ্ধে নেই? সবচেয়ে বড়রাও কি আপনাকে ঝামেলায় ফেলেনি? টেলিটকের ভালো দিক কী?
-ট্যারিফ সবচেয়ে কম। পার্বত্য অঞ্চল, হাওর অঞ্চল, চরাঞ্চল, সিলেট বিভাগ এবং সুন্দরবন এলাকায় নেটওয়ার্ক প্রবেশগম্যতা কেবল আমাদেরই আছে। দিন দিন উন্নতি করছি আমরা। কিন্তু সরকারি উদ্যোগ বলেই কর্পোরেটদের মতো বিনিয়োগ সামর্থ্য আমাদের কিছু কম, আগ্রাসী প্রচার সামর্থ্য কম (ধমমৎবংংরাব সধৎশবঃরহম) কম, মিডিয়ার আনুকূল্য কম। বড় মিডিয়া হাউজ আমাদের ছোট দোষ বড় করে শোনায় তাদের নিউজ ভ্যালু বাড়াতে, বড় কর্পোরেট হাউজের বড় দোষ কার্পেটের নীচের ধুলোর মতো লুকায়। কারণ সেখান থেকে সারা বছর বিপুল বিজ্ঞাপন জোটে তাদের। সেটার খরচ আসে আবার আপনার পকেট কেটেই। দেশের ক্রিকেট দল খারাপ করলেও আপনার সমর্থন পায়। দেশীয় ফোন অপারেটর কেউ আবার একটু সমর্থন দিন না প্লিজ। আপনার দুর্বল ভাইকে ফেলে না দিয়ে তাকে সঙ্গে নিন।
রাজস্ব আয় বাড়লে আমাদের বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। নতুন টাওয়ার, ভিটিএস বাড়ানো যাবে। সেবার মান বাড়বে। একটু সময় লাগবে শুধু। একসময় এটিই হয়তো হবে সেরা পছন্দ। টেলিটক এর চেয়ারম্যান হিসেবে আমি নিযুক্ত হয়েছি একমাস হয়নি। উদ্যোগ নিতে শুরু করেছি শুভ পরিবর্তনের। অন্য অপারেটরদের সঙ্গে অবকাঠামো শেয়ারিং চুক্তি করে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা চলছে। সময় দিন প্লিজ। টেলিটক ব্যবহার করুন। অন্তত আপনার দ্বিতীয় সিম হিসেবে হলেও। টেলিটক-আপনার ফোন। আমাদের ফোন। আমাদের দেশের ফোন। আমাদের সঙ্গে থাকুন। দেশের সঙ্গেও। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট